পোশাকে আশাকে ঝলমলে রং
চলনে বলনে নাটকীয় ঢং ,
সেসব আজি কোথা গেল হায়
পৌষের বায়ু কেন বসন্তে বয় ?
একদার বহমান খরস্রোতা নদী
আজি কেন জাগিল চরের রাজি ?
অকালে পাকিলে ফল বেরস যেমন হয়
আজি কেন তেমনি লাগিছে তোমায় ?
কাহার বিরহে আজি তুমি বিরহী ,
কিসের লজ্জায় আজি গৃহবাসী ?
ভুলে যাও লজ্জা ভেঙ্গে ফেল মান
নেমে এসো পথে চল বহমান ।
তোমার পথ চাহে দেখ আগামী
বিপদের দিনে তুমি সাজ কান্ডারী ।