কোনো রং ছড়ানো দেশে
আমি আসছি ফিরে ফিরে
কেন পড়ছি বাঁধা মায়ায়
           ক্ষণে ক্ষোণে?
সেও থাকছে চারপাশে
তবু কেন মিছে লাজে
পালিয়ে পালিয়ে বেড়ায়
                   কি ভেবে?
বোঝেনা সে বোঝেনা,
তার গন্ধ আসে ভেসে,
শুধু পাই না তারে খুঁজে,
মন হয় যে উথাল পাথাল
                তারি খোঁজে।
কেন মন বোঝেনা হাওয়া
বলে কেন সে যে দেয় না,
আমি ডাকছি তারে কত
                  সে কোথায়?
বোঝেনা সে বোঝেনা,
আজ দুপুরবেলার অক্ত
আজ রৌদ্র   খড় তপ্ত
তারে সঁন্ধ্যে নামলে হয়তো ফেলবে
                   ফেলবে হারায়।
আমার রঙের পশরা যত
কবে ফুঁড়িয়ে যাবে হয়তো
তারে পাব ফিরে কখন
                কোন সময়!