ওগো বর্ষন, নেমে এসো আবার,
তোমাতে আমাতে হয়ে যাক মাখামাখি
তোমার প্রেম পরশে সিক্ত কর আমায়,
লোকমুখে ছেয়ে যাক তোমার আমার কলংক গাথা,
আমি বড্ড তৃষ্ণার্ত, খুধার্ত,
তোমার আশায় পথ চেয়ে দিনরাত্রি আমার একাকার
তুমি কবে আসবে?
কবে হবে আমাদের মিলন?
আর পারি না সইতে এ' দহন জ্বালা।
ওগো বর্ষন, নেমে এসো আবার,
ছুঁয়ে যাও আমায়, আমি বাধা দিব না।
আজ বোশেখের দুপুরে কিংবা সন্ধ্যায় পুকুর পাড়ে
চলে এসো তুমি
আমি থাকব অপেক্ষায়।
বাসন্তী রং শাড়ী পড়ে
তুলসী তলায় প্রদীপ  জ্বেলে আমি থাকব
তুমি চলে এসো।