আয়রে এবার আয়রে সবাই
মাতাল ছন্দে নৃত্য দেখাই  
পায়ের বেড়ি খোল ,
দেখে যা ঢোল বাজে
ধুমধাম ঢাকের তালে
মাতাল হাওয়ায় ঝড় তুলে
বন্দিদশা ভোল ।
নটবরের নাচ নেচে
অত্যাচারীর পাষাণ বুকে
জ্বেলে দে ক্ষুব্ধ অনল ,
আয়রে তোরা আয়রে ছুটে
দেখে যা বাদ্য বাঁজে
ঝড়টা এবার তোল ।
হাহাহা অট্টহেঁসে
মাতাল হাওয়ায় কাঁপন তুলে
দুঃখ সবই ভোল ,
রক্তরাঙ্গা কৃপান হাতে
মেতে ওঠ রাবন বধে
গেয়ে যা হরিবোল ।