অমল ধবল পালে লাগিল রঙ্গিন হাওয়া
নতুন ত্বরণে ছুটিল তরি ভাঙ্গিয়া সে বাঁধা।
ছল ছল ছল নদী টলমল বর্ষার বেলা,
কার ডাকে হায় আজি তরি ধায় মন উতলা।
অকূল পাথার মাঝে কাহার সুর বাঁজে আহা,
মন না মানে দেরি না সহে সদায় সে উতলা।