কে যে ডেকে  যায় আজ অবেলায়
                           অস্থির মন,
হাতছানি দেয়  অচেনা সময়
                        সেই পিছুটান,
চেনা পথ ধরে  কে যে গেয়ে যায়
                    সেই চেনা গান,
     কার কথা মনে পড়ে?
বৈশাখী ঝড় যায় বয়ে যায়
                           দীর্ঘশ্বাস,
লুকোচুরি খেলে চাঁদ আর মেঘে
                   মেঘলা আকাশ,
মরিচিকা সেজে কে যে দিয়ে যায়
                  আলোর আভাস,
সুকরুণ সুরে কে যে কেঁদে যায়
                     স্তব্ধ বাতাস।
কার কথা মনে পড়ে?