সখা,কাহার সুরে মন নাচে
কেন বসন্ত বায়ু আজি বহে,
কোন কাননে কোকিল ডাকে,
কাহার সুবাস হাওয়ায় ভাসে!
এলোমেলো মন কেন সারাক্ষণ
খোঁজে যেন কারে একা চুপিসারে।
কখনো হাসে কখনো কাঁদে
এ কোন রোগে ধরিল তারে?
মৃদু হাওয়ায় গা ভাসিয়ে
ছুটে যায় সে তেপান্তরে,
শিমুল পলাশ জুইয়ের শাখে
নেচে বেড়ায় পাখির বেশে।
চোখের কোণে রঙ্গের পরশ
বুলিয়ে দিল কোন সে রাধা,
অাজকে কেন চাইছে এ মন
ভাঙতে সকল বাঁধা?