যারে পাখি উড়ে
তারে বল গিয়ে ,
মনের এই বুলি
মধুর সুরে ।
বলিস তারে গিয়ে
একা এ ঘরে
আমি পদ্মাবতী ,
মরি যে দুঃখে ।
বরষার ধারা
ঝরে ঝর ঝর ,
তারে বিনা মন
করে ধরপর ।
জানালার পাশে
আমি এলোকেশে ,
তার পথ চাহি
বিরহীনি সেজে ।
দুয়ারের ধারে
ডালিমের গাছে ,
দোয়েল পাখি
শিষ দেয় যবে ,
বিচ্ছেদের জ্বালা
যায় না যে সহা ,
যেতে চাই ছুটে
তাহারই দেশে ।


যারে পাখি উড়ে
তারে বল গিয়ে ,
তারে বিনা আমি
আছি বড় দুঃখে ।
একি জ্বালা মনে
উঠিল জ্বলে ,
তারে সুদর্শন
দেখিলাম যবে ।
পাষাণ হৃদয়ে
জানি না কবে
বাঁধিল বাসা
অবোলা এসে ।
একি শিহরণে
শিহরীত হয়ে
কেন এ মন
চায় শুধু তারে ।
যারে পাখি হিরামন
দেরি নাহি সহে মন ,
দিয়ে আয় তারে
আমার এ সমন ।