কক্ষপথ থেকে ছুটে যাওয়া একটা তারা আমি,
কৃষ্ণগহ্বরে পতনের প্রতিক্ষায় অনন্তকাল
অন্ধকার মহাকাশে ঘুরে ঘুরে ক্লান্ত আমি,
সৌর বলয়ের বাইরে হারানো সেই সুর্যকে
খুঁজে খুঁজে দিশেহারা ক্লান্ত পথিক আমি,
ক্ষণিকের উল্কা রুপে আত্মহারা অহংকারী
সেই আমি আজ দ্যুতিহীন প্রাণহীন জড়পিণ্ড,
আলো দাও প্রাণ দাও বলে হাহাকার করে
পথে পথে ঘুরে ফেরা মূর্খ ফকির  আমি,
মহাকালের অভিশাপে অভিশপ্ত বিশ্বাসঘাতক
আমি; ক্ষমা কর ক্ষমা কর ওহে মহাকাল,
আজ আমি অনুতপ্ত, নত জানু অপরাধী
ক্ষমা কর প্রভু ক্ষমা কর আমায় ওহে দয়াময়।