মৌ লেগেছে যৌবনে
মাতাল হাওয়া ফুল বনে,
ভ্রমর এসে ঝাঁকে ঝাঁকে
ভীড় করেছে মৌচাকে।
ফুলের শাখে শাখে
ভ্রমর ঝাঁকে ঝাঁকে,
রসিক ছাড়া রসের
ঘড়া উপ্পুর কইরনা,
ছড়ার জলে বান ডেকেছে
ভরা আষাঢ় মাসে,
রসিক তুমি নেশায় মজে
ডুইবা মইরো না।
নরম নরম পাপড়ি আহা
ছুঁইলে শরম লাগে,
লজ্জাবতী আমায় তুমি
ছুঁইতে চাইওনা।