ওহে চান্দু , লক্ষ্মি বাবু ,
বড় কি তুই হবি না কভু ?
আরে বলে ফেল সাহস করে
দুটি ফুল হাতে নিয়ে ,
ডরাস না তুই ওরে বগা
যদি ফুল মারে ছুড়ে
ভাঙবে কি তায় নাকের ডগা ?
আরে এতটুকু সাহস বিনে
রোমিও কে হয়েছে কবে ?
পাশের গ্রামের নিমুয়া ছোড়া ,
ছোড়া নয় , যেন আস্ত প্যাঁচা ।
দেখ না ব্যাটার বুকের পাটা ,
পাঁচখানা প্রেম চলছে খাসা ।
এবার কিন্তু তোর পালা ,
প্রেমখানা তুই করেই দেখা ।
আরে দুই একটা ফসকে গেলে
মেয়ের কি আকাল পড়ে ?
মিষ্টি একটা হাসি দিয়ে
প্রেম নিবেদন করবি গিয়ে ।
ভাবিস না তুই ফলের কথা
যা হবায় তা যাবে দেখা ।