আরে আমি কবি
কাব্য লিখি
কাব্যে কথা বলি,
বাংলা ভাষা ভালবেসে
কাব্য চর্চা করি।
আমি সৌখিন কবি।।


আমি সৌখিন কবি
যাহা লিখি
কাব্য হয়না জানি,
সখের বশে তবু লিখি
মনের কথাগুলি।
আমার স্বভাব এমন।।


আমার স্বভাব এমন
ভাবি যেমন
লিখি তেমন কাব্যে,
তাইনা দেখে মাঝে মাঝে
ব্যঙ্গ করে লোকে।
আমি তাতেই খুশি।।


আমি তাতেই খুশি
যখন দেখি
আমার লেখা পড়ে,
ভাল মন্দ কিছু একটা
বলে কাছের লোকে।
আমি লিখি সখে।।


আমি লিখি সখে
কলম হাতে
দুঃখ সুখের কথা,
নিন্দুকেরই কড়া কথায়
পাইনা তাইতো ব্যথা।
আমি সৌখিন কবি।।


আমি সৌখিন কবি
নইতো রবি
কিংবা নজরুল জসীম,
তাদের মত হওয়ার আমার
নাইতো বিদ্যা অসীম।
আমি সৌখিন কবি।।