আজি বহ্নির বাঁধা লঙ্ঘিব চল
           রক্তের নদী বেয়ে ।
কান পেতে শোন উঠছে বেঁজে
            ঈস্রাফিলের শিঙ্গে ।
থরথর করে ভূধর কাঁপে ,
হেথায় হোথায় আগুন জ্বলে ,
কোথাও আবার বিকট স্বরে
অগ্নিগিরি পড়ছে ফেটে ।
চিত্‍কারি সব পালায় ছুটে ,
কেউ বা আবার মরছে পুড়ে ।
কাতর সুরে অধীর হয়ে
কানের দ্বারে তালা ঝোলে ।
আর না , এবার চল রে সবাই
ক্ষমতার এ খেল রুখে দাড়াই ,
অসুর পুড়ে ত্রাস ফেলে দে
জীবনের দাম দে বুঝে দে ,
লাথি মেরে ওদের বুকে
দে ফেলে দে আস্তাকুড়ে ,
মানবতার বিজয় নিশান
দে উড়িয়ে উচু করে ।