ভরা মেঘ নীল নীল,
ঝড় পড়ে ঝির ঝির।
টেলি লাইন রিং রিং,
সব কিছু ঠিক ঠিক।


আম পড়ে খির খির,
মৌমাছি বিড় বিড়।
হাঁসি করে খিল খিল,
পানি ভরা বিল বিল।


গাঁ ধরা শির শির,
ছুড়ে মারে ঢিল ঢিল।
ফুটো হলে টিন টিন,
পানি পড়ে তীর তীর।


ঘুম নাই ঠিক ঠিক,
লাইন করে চির চির।
বাতি জ্বলে মিট মিট,
আমি বলি ছিঃ ছিঃ।


হয়ে গেল থির থির,
মাছ করে ঝির ঝির।
মন এখন নিড় নিড়,
সব খানি চিক চিক।


পোকা মাকড় বিল বিল,
লাফালাফি মির মির।
দেয়ালের খোনে টিক টিক,
সাপ ডাকে সি সি।


ভিজে গেল চর্ম,
মাটি হলোও ভর্তা।
বলেন এবার কর্তা,
এলেন এবার বর্ষা।


      (বর্ষাকাল বাংলার ছয় ঋতুর একটি ঋতুর)