মোর চোখে শতাধিক ধন্য,
অন্তর হতে দান করেছ অন্ন।
পরিচয়ে লেখা হয়েছে মনুষ্যত্ব,
বলবে না তোমাকে বন্য পশুত্ব।
কেন না তুমি দান করেছ পন্য,
মুক্ত হাতে তুলে দিলে অন্যের জন্য।
করতে দেখি না তোমায় কোন মন্দ,
সুখ কে করছো নিজের জন্য বন্ধ।
গরীবের জীবনে হতে দেখা কষ্ট,
তুমি তাদের নিয়তি তে ফুটিয়ে দিলে আনন্দ।
তুমি কে বলো আমায় হে মহত্ত্ব,
তোমার দানে এই রুক্ষ শহর
হয়ে গিয়েছে এক অনন্য বসন্ত।
সকলের মনে কি থাকতে চাও জীবন্ত,
নিভিয়ে দাও দুঃখিনী দুঃখ জলন্ত।
বলো কে তুমি হে আগুন্তক।