আচ্ছা মশাই হচ্ছে কথা,
পাকা পক্ত যথা।
আমার ছেলে কইলো কথা,
মানবে না যৌতুক প্রথা।
তার কথা যে রাখবো মোরা,
যৌতুক ছাড়া হবে বিয়া।
এই খুশিতে আত্মহারা,
কনের বাড়ির সবাই।


হঠাৎ করে শশুরমশাই,
কইলো মিষ্টি সুরে।
জামাই কনে ঘুরবে শহর,
যদি দিতেন চার চাকার বহর।
সে বহরে আসবে কনে,
ঢোল বাজনা সানাই করে।


আরো কিছু কইলো কথা,
আমার ছেলে হবে তোমার,
ঘর সংসারের দুলা।
মেয়ের জামাই বিদেশ যাবে,
দিবেন কড়ি তুলা।
কিন্তু মোরা বলে দিলাম,
লইনা যৌতুক মোরা।