কুরবানীর দিন বাড়িতে এলো বকশিশ,
টাকা না ভাই তরতাজা গোশত ও চর্বি।
        হাত ছড়িয়ে বসেই আছি,
একদিনে তে হয়েছি আমি কসাই নামে কর্মী।
      ঈদের দিনে যাবো সবার বাড়ি,
      খেয়ে দেয়ে পেটে দিবো শান্তি।
কুরবানীর দিন হয়ে যাই সব স্বপ্ন মাটি,
        ‌ হাতে পায়ে কাঁধে লাঠি,
   ধরিয়ে দিবে কাঁচা গোশতর বাটি।
পায়ে হেঁটে দিয়ে যা আপন জনের বাড়ি,
   এক দিনেই কর্মী হয়ে পড়ি ক্লান্তি।
   এবার গোশত খানি মুখে নিয়ে বলি,
   আহা কি যে নরম, আরো বেশি গিলি।
           সবাই মিলে বলে উঠি,
               হাম্বা কুরবানী।