ঐ দেখ যে, আসছে তেড়ে,
মা বলে যে, কে এলো রে।
আহ রে মা যেও না,
লুকিয়ে পড়ো এবারে।
পাগলা কুকুর কেঁপেছে,
ঐ দেখা যায় গলিতে।
উল্টো পাল্টা ঢিল ছুড়েছে,
পড়লো তাহার কপালে।
পেলে যে আর ছাড়বে না যে,
হাঁড় মাংস এক সাথে।
ঘেউ ঘেউ করে ডাক দিয়েছে,
বাঁচাও আমারে।
মা আমারে লুকিয়ে দে,
বলিস না কাউকে।
সাত দিনের ও বেশি আমারে,
বলিস না যেতে বাজারে।
পাগলা কুকুর দেখলে আমারে,
ছাড়বে না যে না খেয়ে।
এলো বুঝি পাগলা কুকুর,
শেষ হয়ে যা এই দুপুর।