ওফ রে বাবা
        কি যে জ্বালা!
কোন পথে যে দিবো হাঁটা।
যে দিকে তে যাই গো মিয়া,
আসবো সে তো ছাতার মাথা।
নাম যে তার পাগলা দাদা।


ওফ কি বলবো মশাই,
গ্রাম ঘুরিয়ে পাই না ঠাঁই
নিজের বলে দাবি চাই।
বলে বেড়ায় সে-ই
পাগলা দাদা ভাই।


সব কিছু তে করে বসে দাবি,
গ্রামের সকল মাটি হবে নাকি
তার উঠান বাড়ি।
যখন তখন দিবে ছোটানি।
বা হাতে যে থাকে লাঠি।
দৌড়ান কে বলে উঠি,
তার বাবার কি।


সবার গ্রাম শহুরে পাবা,
এমন একটা দুটা তার চিরা মাথা।
হঠাৎ করেই লড়ান দিবে
কথা বলা ছাড়া।


পালা সবাই পালা,
এলো পাগলা দাদা।