প্রভাত ভুবনে ফুটিলো যে স্বাধীন দেশের সেনা,
এই বলে কি এক নজরে মুজিব হবে সেরা।
সুনাম গহনে আপন বলে বাংলা মোদের বাসনা,
স্বাধীন লড়াইয়ে ঐক্য হলো মুজিব মোদের নেতা।


প্রহার ফুরালে শুনতে পেলো হাজারো মায়ের বেদনা,
তাই দেখিয়া আঘাত মেলে মুজিব বাংলার কিনারা।
ছেদন বাঁধায়ে খোদাই হলো পাক বাহিনীর লালসা,


র্মাচ দিবসে, রাত পোহালে মুজিব বাংলার সবিতা।
   মুক্তি সেনা যুক্তি দেখে মুজিব সমর চেহারা,
এই বলে কি এক নজরে মুজিব মোদের শ্যমলা।


আবারো বলি মুক্তি সেনা রক্ত প্রথা এই মমতা,
বাংলার জমিন যুদ্ধ করে হলো ইতিহাসের বর্ণনা।
   যুদ্ধ করে মুক্তি পেল বাংলার জমিন পতাকা,
    তার খুশিতে শেখ হাসিনা উড়াইলো পায়রা।


(সবিতা >সূর্য)