পটল চাচা গেল বিদেশে,
চুল উড়লি অচিন হাওয়াতে।
চা চাইলেন, দিল কফি,
তাও কালো, মিষ্টি নেই চিনি!
ভাতের খোঁজে হাঁটেন রোজ,
পানির স্বাদে খেয়ে বোঝ—
জলের নামে, মেঘের ঘাম,
মুখটা বানাই হা-হা-হাম!
পেলেন জুটে হিম শসা,
ডাল যে নেই, পান্তা ভসা।
মেঝেতে বসে তা যে খাই,
সবাই বলে, “মরবো ভাই!”
মা'র হাতের ইলিশ কোথায়?
নাই এখানে মাছের ঠাঁই!
আলু ভাজায় ডিম ফাটায়,
রুমাল দিয়ে চোখ পাতায়।
তবু বলে, “চল রে মন,
একদিন দেখবো আপন জন!”
হাসতে হাসতে কাঁদে শেষে,
পটল চাচা চাঁদের দেশে!