ডবের নাচে গানের তালে,
সুর তুলেছে সবাই মিলে।
হায় হায় কি হলো রে!
বাজনা বাজায় কে?


জেদ ধরেছে খোকা মনি,
মানবে না আজ কোনো শনি।
সুর তুলিয়া হবে কবি,
সবাই মিলে বুঝিয়ে বলি।


ধান ক্ষেতে যে দৌড় দিয়েছে,
ধরিতে পারি না যে খোকা রে।
কাছে এসো লক্ষী সোনামনি কে?
আরে আমার জেদি খোকা রে।