ওগো মশাই
যাও গো কোথায়,
কষ্ট করে দাঁড়াও সে-থাই ।
থামেন কিছু কথা শুনায়,
দুইটি না ভাই,
একটা শুধু কই।


বলুন দেখি চট করিয়া,
পেছাল না পাকাইয়া।
মাথায় আমার চাঙ্গা ছাতা,
বৃষ্টি পড়ে এ তাই সে তাই
   মাস্টার বাড়ি যাই‌।


ঝড়ের দিনে বর্ষা ভানে,
ডুববে মশাই অর্ধ খানে।
রাখেন ভাই পড়ার তালে,
চলেন এবার বাজার ধারে
ইলিশ কিনি টাকার দরে।
বাড়িতে গিয়ে রান্না করে,
খাবেন এবার মন জুড়িয়ে
ঘুমিয়ে পড়েন নাক টানিয়ে।
     চলেন এবার যাই।


রাখেন মশাই ফালতু কথা,
আজব বলার সময় এটা।
রাখো তোমার ইলিশ ভাজা,
আমায় এবার ছাড়ো বাবা।
নিজ পথে যে দাও গো হাঁটা।


আরে মশাই চলেন কোথায়,
ঝড়ের দিনে বললাম কথা।
বাজার পাড়ে আমার বাসা,
তোমার মাথায় লম্বা ছাতা।
এই দেখে যে আমি তোমায়,
দাঁড় করেছি আজব কথায়।
দিয়ে আসো আমায়।


ধুরু, মিয়া ধরলো আমায়,
কোন পাগলের জ্বালায়।
ঝড়ে বৃষ্টি জলের ভানে,
একটি মাত্র ছাতা,
কেন দিবো তারে।