এলো শীত মৌসুমের শীত,
হাড় কাঁপানো ভাঙ্গা দিন,
চারেদিকে পিঠার খির।
এলো শীত মৌসুমের দিন।
শীতের চাপে গালটা করে
টন টনা ঘির ঘির,
লাগে বড্ড বড় শীত।
দিন যাই দুই তিন দিন,
বুঝবি মজার ঠিক।
শীতের নামে এলো ঋতুর বাবাজি।
হালকা কাপড়ে ধরছে না,
পাতলা কাপড়ে হচ্ছে না,
মোটার চাদর নামা না।
শীত গড়াতে ঝাপটি করে
লুকিয়ে পড়ি না।
ভোর সকালে উনন জ্বালা,
বাষ্পে উঠবে গরম হাওয়া।
তার মাঝে তে বসিয়ে দিবা
ভাপা পিঠা মিঠাই পিঠা।
খাবো এবার মুখ ফুলিয়ে।
আহা কি যে মজা।