আইন কি গড়েছে একদিনে,
বলছে সবাই বহু দিনে।
কিন্তু কয়জন মানছে,
সবাই নিজের মন মতো চলছে।
চলতে দাও, চালিয়ে যাও,
সবাই তো বলছে।
যে দিয়েছে আইনী জ্ঞান,
সে নিজেই ভঙ্গ করছে।
কিন্তু তার ভঙ্গে ভুল নেই,
গরীব ভঙ্গে ভুল তাই।
যার ভঙ্গে ভুল নেই,
প্রশ্ন করার কেউ নাই।
দু একজন দাঁড়িয়ে গেলে,
প্রশ্ন যদি করে তারে।
টাকার গরম দেখিয়ে সে,
বলবে তোমায়, প্রশ্ন করার কে?
জেল হাজতের ভয় দেখিয়ে,
প্রশ্ন মালা দিবে উড়িয়ে।
কোথায় গেল আইনী মালা,
কে বলবে নীতির কথা।
ভয় ভীতিতে যায় যে সারা,
কে বা আছে ভয় ছাড়া?
সব সাহসের বাণী উপছে পড়ে,
গরীব যাদের তাদের ধরে।
হৈ চৈ করে গিড়িয়ে দড়ে,
গরীব পেলে চিবিয়ে মারে।
তাদের যদি প্রশ্ন করে?
কোন সাহসে ভাঙ্গলে আইন।
গরীব যখন তাকিয়ে বলে,
এই তো গেল ভেঙ্গে চলে।
উঁচু ধমকির কথা বলে,
গেল তো সে চলে,
কই ধরলে না যে তারে।
আমরা গরীব বলে,
পাইবে না দাপট তলে।
তাই জোরে সোরে দিবে লাথি,
মোদের পেটের তলে,
শুধু আমরা গরীব বলে।
তাই আমাদের সবাই মিলে,
করবা না তো দয়া।
কারণ আমরা যে,
    টাকা যে ছাড়া।
তাদের কাছে গরীব নামে
       "ফকির"