ছেঁড়া পোশাকে ছেঁড়া কাপড়ে
পাশ দিয়ে যাই যায় চলে।
চোখ পড়িলে ঘেন্না লাগে
শুধু তারা গরিব বলে।
কেউ রুজি করে কামার করে,
কেউ রুজি করে কুমার করে,
কেউ রুজি করে কামলা করে,
শুধু তারা গরিব বলে।
পরনে তার ছেঁড়া লুঙ্গি
পরনে তার ছেঁড়া গেঞ্জি
দেখলে তাদের ঘেন্না করি।


নিজের দিকে তাকিয়ে দেখি,
পরনে আছে কাপড় দামী।
বড্ড লাগে বড় ধনী,
লাগে কি যে খুশি।
এই দেশে তে থাকি আমি,
আছে বড্ড বড় বাড়ি,
আছে বড্ড বড় গাড়ি।


তখন হঠাৎ করে ডাক এলো,
পিছন থেকে হাঁক এলো।
কোন ঘেন্নায় দিয়েছ হাত
আপন নাকে বাঁধ।


আমরা গরীব না হলে,
দেশের বুকে থাকতো না
তোমার নামে দালান।
সবখানে থাকিত
পাক বাহিনীর চালান।
সারা জীবন হয়ে থাকতো
পাক বাহিনীর গোলাম।
কিন্তু ছেঁড়া লুঙ্গিওয়ালা
হাতে নিলো অস্ত্র তারা।
করল তারা দেশকে স্বাধীন।
সে দেশেতে আছো তুমি
     রাজার বেশে।
সে দেশেতে গরীব পেলে,
ঘেন্না করে চলে।