যাকে তুমি রাজকন্যা ভাবো
সে এখন বড় হয়েছে
তোমার সম্মুখে-
হাতের মোবাইল ফোনে পৃথিবী ঘোরে
শিহরণ জাগায় নিজ শরীরে;
মোবাইলের সম্মুখে নয়-বিশ্বের সম্মুখে নাচে,
নিজের শরীর নাচায় - ভয়ে কেঁপে ওঠে নরম মাংসের দল,
যৌবনের রস খেতে হাজারও পুরুষ চোখ
লালা মোছে চাপা কাপড়ে ।
শিল্পকে নয়, শিল্পী কে দেখে
আর্টিস্টকে ভালোবাসে - আর্টকে নয়
এ সভ্যতায় বাড়িও বেশ্যালয় হয়।
.........


বেশ্যালয়-২


প্রত্যেকটা দিন রক্তিম বিকেলে
ভালোবাসা ধরা দেয় পার্কের কোনায়,
দুটি বাঘ কামড়া-কামড়ি করে
হাতের তালুতে ভাঙা হয় নরম পাহাড়
রসের নদীতে ভেসে যায় নারীর শরীর!


প্রতিবাদ হীন আড় চোখে আমরাও তাকাই
আমরাও মুরগী খুঁজি পালক ছিঁড়ে মাংস খাব বলে
ন্যায়-নীতি হীন এই সব আয়োজন
আসলে সরকারী বেশ্যালয়।
আমরা আবারও বন্যের পথে ...।