একজন যায় একজন আসে
প্রতিশ্রুতির পাহাড় গড়ে ;
তবুও গড়া হ্য় না দেশ।
নিঝুম রাতের অন্ধকার ফুটো করে
আমার কানে এখনো ভিড় করে
ক্রন্দনরত মানুষের ধ্বনি।
নির্মল অশ্রু ধারা
বালিশের কাছে আজও দাবি করে
অন্ন-বস্ত্র-বাসস্থান।


তোমরা কে হে ?
হ্যা , তোমাকেই  বলছি -
যারা হাতে নিয়াছ দেশের দায়ভার ;
আর কতদিন কাঁদাবে!
আর কতদিন তারা কাঁদবে-
যারা গড়ে সভ্যতার নব ইতিহাস
আকাশের নিচে কুকুরের সাথে
আজও কেন তাদের রাত্রিবাস ;


আর কতদিন খেলবে,
এই চেয়ার চেয়ার খেলা!
অনেক জল গড়িয়ে গেলো - স্বাধীনতার পর
গড়া হয় নিকো আজও-একটিও গরীবের ঘর।