হয়তো গোলাপের কাঁটার মত,
অথবা বৃষ্টির ফোঁটার মত;
হয়তো অজানা পথের মত,
নতুবা ঠাণ্ডা বাতাসের মত;
কখন আবার নীল আকাশের মত
একেবারে ময়ূরের পেখমের মত,
জানিনা ঠিক কীসের মত ।


এখনি ক্লান্ত বর্ষার মেঘের মত -
অতঃপর গোধূলির বাদামি আভার মত ।
গায়ে কাঁটা দেওয়া স্পর্শের মত,
শান্ত, ম্রিয়মান চোখের মত ।
কিংবা সাহসী মৃগয়ার মত;
এলোমেলো চিন্তার মত -
জানিনা ঠিক কীসের মত ।


খোলা চিঠির মত,
আবার গোপন প্রেমের মত ।
পথ চেয়ে বসে থাকার মত ;
পলকহীন অবাক দৃষ্টির মত ।
ঘড়ির কাঁটার শব্দের মত,
জানালার পাশে পড়ে থাকা স্মৃতির মত -
জানিনা ঠিক কীসের মত ।  


অজানা হাতছানির মত -
বেখেয়ালি মনের মত ।
ভেঙে যাওয়া বিশ্বাসের মত,
কখনো নদীর মোহনার মত ।
দোয়ার আয়াতের মত ,
নতুবা সিগারের ধোঁয়ার মত ।
তবে জানিনা ঠিক কীসের মত ।।