অ্যলকোহল আর নিকোটনের মাঝে যে আমি সে তো তোমারই কাহানি

ঘুমহীন দুচোখের জল বালিশ ভিজিয়েছে অনেকবার

তবু তোমার পাষাণ মন কখনও ফিরেও তাকায়নি

হাজার গল্পের মাঝে যে ছোটো ছোটো কবিতা জন্মেছিল তা ছিল তোমার স্মৃতির প্রতিধ্বনি