আজ সবাই খেলছ কেন গো এমন  খেলা?
আজ কেন  কেঁপে ওঠে বুক দেখলে তোমার লিলা।।

আজ কেও যেন প্রেমের লিলায় করলো  আমাই বন্দি
বেরিয়েও বেরতে পারি না এমনই কি  হলো তার ফন্দি?


করেছিলাম তাকে প্রচুর বিশ্বাস
তাও দেখাতাম করি অবিশ্বাস।।


সে বুঝেও যেন বোঝে না সে আমার নিশ্বাস
তাই তো সে ছাড়া আমার নেইকো কোনো শ্বাস।।


তোমার সেই মুখ বাকানো আর চুলের দোলা
যাবে কি কোন দিন এসব ভোলা।।


সোমবার জন্ম হলে হয় কি নাম সোমা?
মঙ্গলবার হলে কি মঙ্গলা?


তাইতো বলি তুমি ভুলতে বললেও  
যাবে না গো ভোলা।।


আজ আমি যেন ভালোবাসাই বন্দি
কেমন করে ভাঙ্গব তোমার এই ফন্দি।।


চারিদিকে যেন বুক ভাসানো কান্না
কেমনে বোঝাই ও আমার হিরাপান্না।