একটা খোলা দ্বীপ, একটা কাঠের ঘর
কেউ বোঝেনা কে আপন কে পর।
হয়তো তোমার জন্য ভীষণ একা আমি
রোজ বিকেলে কাঠবেড়ালি দিচ্ছে হামি।


একটা খোলা দ্বীপ, একটা খোলা আকাশ
কেউ দেখেনা দুঃখগুলোর এপাশওপাশ।
হয়তো তোমার জন্য ভীষণ একা আমি
সাক্ষী আকাশ,সাক্ষী বাতাস আর এই তটভূমি।


কার খেয়ালে বলো একটা ইজিচেয়ার দুলছে একা
তাই দেখে ভয় পেয়েছে দুঃখ নামের উইপোকা।
কার খেয়ালে মৃত দেহের নিশ্বাস বয়ে গেছি একা
তাই দেখে পাখির দল পথ হারিয়ে হয়েছে বোকা।


একটা কাঠের ঘর জোর বাতাসে ভাঙছে আড়মোড়া
একটা খোলা দ্বীপ, দুঃখ যার ছেয়েছে আগাগোড়া।
কার খেয়ালে রাতের আঁধারে ফেলেছি অশ্রুজল
সাক্ষী আকাশ,সাক্ষী বাতাস আর এই বৃদ্ধ হিজল।


একটা খোলা দ্বীপ, একটা কাঠের ঘর
কেউ বোঝেনা কে আপন কে পর।
হয়তো তোমার জন্য ভীষণ একা আমি
রোজ বিকেলে কাঠবেড়ালি দিচ্ছে হামি।


একটা খোলা দ্বীপ, একটা খোলা আকাশ
কেউ দেখেনা দুঃখগুলোর এপাশওপাশ।
হয়তো তোমার জন্য ভীষণ একা আমি
সাক্ষী আকাশ সাক্ষী বাতাস আর এই তটভূমি।