রাতের ট্রেন ফিরে যাচ্ছে চেনা শহরে,
অন্ধকারে হারিয়ে গেল রাতের শেষ ট্রেন,
স্নিগ্ধ ভোরের আলোয় অবসাদ নিয়ে
আর কতকাল জেগে থাকা যায়,
যেদিন সবটুকু ভালোবাসা ছেড়েছে ওই শহর,
সেদিন আমিও ছেড়ে এসেছি,
সেই শহরে আমার ফেরা হয়না,
আমার ফেরার ইচ্ছেরা রোজ রাতে মরে,
ওরা ইঁদুরের বিষ মাখা রুটি নিয়ে কাড়াকাড়ি করে,
ক্লান্ত শরীরে বারবার মরে যায় ওরা,
একবার মরেনা ওরা মরে হাজারবার অসংখ্যবার।