ক্লানডেস্টাইন হাওয়ায় হারিয়ে গেছে গোলাপের সুবাস,
'প্রবেশ নিষেধ' সাইনবোর্ডে অযত্ন অবহেলার আভাস,
ওরা জানেনা আমার হৃদয় কতখানি রঙ হারিয়েছে আজ,
চুপচাপ গোথাম শহরে শুধু বিরক্তিকর বৃষ্টির আওয়াজ,
প্রতি রাতে ব্যাটম্যানের চোখ ফাঁকি দিয়ে শহর ঘুরে বেড়াই,
বিষাদ ছুতে চায় প্রতি মুহূর্তে,অলিগলি হয়ে মেট্রো স্টেশনে ঠাই,
শূন্যতায় ঘেরা নির্জন চোরাগলি ওত পেতেছে গিলে খাবে সুখ,
শেষবার পিছন ফিরে অবহেলা অবলীলায় শপে দিচ্ছি উচ্ছাস,
নীরবেই সব কিছু যেন চলে যাচ্ছে অন্ধকারের দখলে,
ঘাসফড়িং টা জানেনা এ শহরে নিশ্বাস নেয়ার কোন উপায় নেই,
ধ্রুবতারাটাও প্রতিদিন হারিয়ে যায় ঘন মেঘে ঢাকা আকাশে,
ছায়াতে সে অন্যজন, স্ক্যারক্রো হয়ে ফিরে আসে প্রতিদিন,
অতুলৈশ্বর্য ঘেরা রাজপ্রাসাদ যেন বিষাদ বুনে বুনে দাঁড়িয়ে আছে,
যুদ্ধের দারবুকা বাজিয়ে ভয় দেখায় হিংস্র যোদ্ধার দল,
অসহায় আর্তনাদে ফেটে পড়ে রাজ সভার দেয়াল,
ছোটাছুটি যুদ্ধের হইহুল্লোড়ে কে রাখে কার খেয়াল।