ভীষণ ভয় পেয়েছে তিক্ত সমাজ, ছোটাছুটি আর তোরজোড়,
গাছের ডালে পা ঝুলিয়ে ওই যে দেখো দৈত্য, চিবিয়ে যাচ্ছে হাড়গোর।
জানালার বাইরে একটা কালো চাদর মুড়িয়ে, বসে আছে দূত,
মানুষের ফাঁদ থেকে স্বাধীন করবে আজ, তবুও ছোটাছুটি অদ্ভুত।
চোখের আগুনে পুড়ছে স্বপ্নের তুলো, বেনারসি সাজের কেউ,
নিয়ে যাবে পাপে বোঝাই সম্পদ, তবুও পালিয়ে যাবার ঢেউ।
মোমের তৈরি ডানার ভরে উড়ে যাচ্ছো তুমি সূর্যের আশেপাশে,
নালিশ দেবার আগেই গলে যাবে ডানা, তাই দেখে দৈত্য ছানা হাসে।
অভিশাপের মালা জপবে, দৈত্য তুই নিপাত যা, দূর হয়ে যা এখুনি,
পেরিক্লিস থাকলে হয়তো রুখে দিতেন আডলফের এই খুনোখুনি।
ভীষণ ভয় পেয়েছে তিক্ত সমাজ, ছোটাছুটি আর তোরজোড়,
গাছের ডালে পা ঝুলিয়ে ওই যে দেখো দৈত্য, চিবিয়ে যাচ্ছে হাড়গোর।