আয়নার ধুলো গুলো নিজের প্রতিচ্ছবি খোঁজে রোজ,
পায়না সুখের ঠিকানা, আঙুলের ফাঁকে আটকে যায়,
আয়না হয়তো কষ্ট বোঝে, বুঝেও দূরে ঠেলে দেয়,
আয়না রঙিন হয়, রঙিন হয় মলিন দুটো চোখ,
হিম বাতাস ধাক্কা দেয় নিয়ম নীতির বেড়াজালে,
বৃদ্ধ মাঝি নৌকা নামিয়েছে,নিশ্বাস প্রিয় নৌকার পালে।
অবেলায় হাটে বসে স্বপ্ন বিক্রি করে জিপসি যুবক,
নিরব থাকে সেমেটারি,চেনা চোখ দুটো নিষ্পলক,
তবুও নিয়মের ভিড়ে পকেট কাটতে ব্যস্ত সোশ্যালিস্ট
রাতের আকাশে বাড়তে থাকে তারাদের বাজির লিস্ট।
কে কখন গিয়েছে ছেড়ে, হিসেব রাখে চেনা ডায়েরি,
লক্ষ্য নিয়ে ডাকহরকরা ছুটছে,ছুটছে তার অনুসারী।
আয়না তবু থেকে যায় ঘরের কোণে,থেকে যায় মনে,
জিপসি যুবক জেগেছে রাত প্রয়োজনে অপ্রয়োজনে।
অপরাধী চোখ দুটো জেগে থাকে রাতের শেষ প্রহরে,
জিপসি যুবক ভালবাসা খুঁজে ফেরে কোন অধিকারে?