আমাদের রেখে একে একে সবাই ছেড়ে গেছে,
হয়তো ঘরে ফিরবার আশায় কিংবা অযথায়।


দিগন্তের ঠিক পাশে ডাস্টবিনে পড়ে আছে সমাজ,
বোকা শালিক মকরের পিঠ কামড়ে খাচ্ছে আজ।


বেহালার করুণ সুর বাজিয়ে আস্থা জুগিয়েছে নাবিক,
জরা কাটিয়ে বেঁচে থাকাটা আজ বড্ড অস্বাভাবিক।


বাড়ছে হৃদয় নিংড়ানো একাকীত্বের অবাধ আনাগোনা,
নিরুৎসাহিত অবহেলায় বন্ধ হয়েছে তোমারও আসা যাওয়া।


সূর্যাস্তের আগেই আমাদের ছেড়ে গেছে নিশাচরের দল,
ওরা রেখে গেছে হতাশা আর বিষাদের সাগর অতল।


অযৌক্তিক অবচেতনায় আমাদের ছেড়ে যেওনা হে জাতি,
তোমাদের খুঁজে পেতে জ্বালিয়েছি দার্শনিকের বাতি।