আলোয় বিচ্যুত সেই আত্মার নোনা জল হারিয়ে,
নিভে যাওয়া দিগন্তে হোক তোমার না পাওয়া সুখ,
যেতে চাইলেও আঁধারে, আলো এসে বেঁধে রাখে,
সে আলোয় ভেসে বেড়াই, আঁধার আজ কেঁদে মরে,
রুক্ষ আলোয় যেন মন ভালো হবার বিষাক্ত আকুতি
আঁধারে নাহয় ক্ষমা করো,এ আলোয় হোক আত্মাহুতি।


আলোয় বিচ্যুত সেই আত্মার নোনা জল হারিয়ে,
একটা পাখির ডানায় হোক তোমার না পাওয়া সুখ,
যেতে চাইলেও আঁধারে, আলো এসে বেঁধে রাখে,
সে আলোয় পথ হারাই, আঁধার আজ ডুবে মরে,
রুক্ষ আলোয় যেন মন ভালো হবার বিষাক্ত আকুতি,
আঁধার না হয় ক্ষমা করো,এ আলোয় ভাঙুক প্রতিশ্রুতি।