আসুক সে রাত,যে রাতে হাতে হাত আর অজানা গল্প,
সে রাতে তুমি আমার কাঁধে মাথা রাখবে প্রিয়তমা?
হাজারো তেতো সত্য নিয়ে হাসাহাসির রোল পড়বে,
ওই আকাশে সব মিথ্যেরা জ্বলবে তারাদের ভীড়ে,
হিংসুটে সেই ডাক দিয়ে নজর দেবে হুতুম পেঁচা।


একেকটা রাত হবে একেকটা খ্রিষ্টাব্দ,একেকটা রুপকথা,
ভাল থাকার জন্য দুই নদী মিলিত হবার ভয় থাকবেনা,
আবছা আলোয় তোমার মুখ যেন হয় উত্তাল সমুদ্র,
পরাণ ভরে দেখতে দেখতে ভুলে যাবো সব দুঃখ।
নীরবে চোখের পলকে পলক ফেললেই শান্তির ছোঁয়া।
মুখে হেসে বলবো একটা মিষ্টি প্রেমের গান শোনাবে?


নিশ্বাসের প্রতিটা উষ্ণ বাতাসে প্রকাশ পাবে যে প্রেম,
বড় আনন্দ নিয়ে প্রথমপাতার মত বারবার হবে প্রেম।
রোজ আমাদের গল্পের শেষপাতাটা লেখা বাকি রবে।
আসুক সে রাত,যে রাতে হাতে হাত আর অজানা গল্প,
সে রাতে তুমি আমার কাঁধে মাথা রাখবে প্রিয়তমা?