মেঘের মানচিত্রে পথ এঁকে আবার ফিরতে হবে বাড়ি,
মেঘের নিনাদ জানিয়ে দিক আমি ফিরছি তোমার কাছে,
অখিলপ্রিয়,লন্ঠন জ্বালিয়ে দাঁড়িয়ে থেকো পথের বাঁকে,
আমি বাড়ি ফিরে আসছি মেঘের মানচিত্রে পথ এঁকে।


আমায় আবার ফিরতে হবে মেঘের ছায়ার আগে,
কোন এক জাদুর গাড়ি চড়ে ভরা সমুদ্রের বুক চিরে,
সহস্র হাসিমুখের মাঝেও বাড়ি ফিরতে ইচ্ছে হয়,
আমি যেন দুঃখী কোন এক কবিতা,কষ্ট পাবার ভয়।


মেঘের মানচিত্রে পথ এঁকে আবার ফিরতে হবে বাড়ি,
উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে ফিরতে চাই তোমার কাছে,
অখিলপ্রিয়,আশা রেখো বিষন্ন আকাশের মেঘের ফাঁকে,
আমি বাড়ি ফিরে আসছি মেঘের মানচিত্রে পথ এঁকে।