আজ প্রায় সহস্রাধিক সময় বাদে তোমায় দেখেছি,
তুমি আমায় দেখোনি, আমি আড়াল থেকেই দেখি,
মুখের উপর কি বলেছিলাম ওই নিয়ে পড়ে আছো,
আমাকে জ্বালিয়ে বড্ড সুখ হয় তোমার তাই না?
বলেছিলাম কালো শাড়িতে তোমাকে বিদঘুটে লাগে,
সেই থেকে নীল শাড়ি আলমারিতে রেখে দিয়েছো,
বলেছো নীল শাড়িতে কখনো তোমায় দেখবো না।
আজও দেখিনি,কথা রেখেছো,কিন্তু তুমি কি জানো?
কালো শাড়িতে তোমাকে কখনোই বিদঘুটে লাগে না।
জীবনের নীল হারিয়ে ফেলেছি তাই হয়তো কাল রঙ,
যেমনটা তোমায় হারিয়েছি সেই থেকেই তো কাল রঙ,
আমার প্রিয় হয়ে উঠার চেয়ে জীবনেই ঠাই নিয়েছে,
তুমি আর একবার আমার আয়নায় নিজেকে দেখবে,
আমি কখনো আর তোমাকে রাগিয়ে কিছু বলবো না,
আমি তোমাকে শুধু এই কালো শাড়িতেই দেখতে চাই,
আজও মনে হয়েছে তুমি আমার না হলে মরতে চাই,
জানি কখনো সম্ভব নয়,আমি  আড়াল থেকেই দেখি,
আর আমি নাহয় তোমার ছদ্মনামে ডায়েরি লিখি।