আমি দুর্গম ছায়াপথ থেকে একটা রাজকীয় হেলেবোরিন হাতে,
বোহেমিয়ানদের ঘোড়ায় চড়ে তোমার ঠিকানা খুঁজে মরতাম,
হয়তো নদীবন্দরের কাঠের দেয়ালে কালিতে আঁকানো আমার ছবি ঝুলতো,
আর সেটা দেখে কেউ খুশি না হলেও, খুশি হতো বাউন্টি হান্টার,
হয়তো সার্জিকাল ব্লেডের খোঁচায় হাত বেয়ে টুপটুপ করে রক্ত পড়তো,
চাইলে সেটা দিয়ে তোমায় লিখতে পারতাম একটা বিশদ প্রেমের পত্র,
প্রাচীন হায়ারোগ্লিফিকে লেখা থাকতো, 'আমার ভালবাসা অসহ্য',
জানো সব ভুলে ফিরে যেতে ইচ্ছে করছে প্রি-ক্লাসিক্যাল পিরিয়ডে,
একবেলার রাজ দরবার শেষে তোমার কোলে ফিরতে ইচ্ছে করছে,
হুট করেই বয়সটা বেড়ে গেলো, ওরা জন্ম দিলো গানস আর গ্রেনেড,
শেষ কবে যুদ্ধের সংবাদ শেষে তোমার গান শুনেছি মনে পড়ছে না,
হয়তো একবিংশ শতাব্দীর শেষদিকে তোমার সাথে আমার দেখা হবে,
হয়তো চামড়ায় থাকবে হিটলারের উড়ানো বারুদের তীব্র ঝাঁজালো গন্ধ,
তবুও সেদিন আমাকে ভালবেসে,তোমার লেখা পত্রটা আমার হাতে দেবে,
জানো,আমি এই পত্রটার জন্যেই হয়তো এখনো তোমার অপেক্ষায়,
শতাব্দীর পর শতাব্দী আর্কটিক সাগরের বরফ হয়ে জমে আছি।