নিয়ন সাইনের একটু দূরে
খেলা করে আলো আঁধারি,
ঘুমন্ত শহরে মৃতপ্রায়
বিশ্বাসের আত্মার আহাজারি,
কে যেন ভাল থাকার
প্লট সাজিয়েছে মৃত্যু উপত্যকায়,
বিশ্বাসের অবশিষ্ট হাতে
ঢুকে যাবো তার তালিকায়,
সামান্য আশার সঞ্চার জুগিয়ে
মেলা বসেছে সেখানে,
নিয়তির ভাড় ঝুলে আছে
নিউটন ইশপের উপাখ্যানে,
নিয়ন সাইনের একটু দূরে
খেলা করে আলো আঁধারি,
মেলা শেষে ফেরবার পথ নেই
বিশ্বাসে তাক করা আর্টিলারি,
তবুও বেঁচে ফেরবার আশা
বিশ্বাসের আজ জ্বীর্ণদশা,
নিয়ন সাইনের একটু দূরে
খেলা করে আলো আঁধারি,
ঘুমন্ত শহরে মৃতপ্রায়
বিশ্বাসের আত্মার আহাজারি।