উষ্ণতা খোঁজে আমার শহর,শেষ বিকেলের আগে,
পারা পারে ঘরে ফিরছি ফুটপাত নিয়নের ভীরে
নামুক সন্ধ্যা জেঁকে বসুক হিমালয় এই শহরে,
সরব হাসির কান্না গুলো চেপে থাক বুকের গভীরে।


উষ্ণতা খোঁজে আমার শহর, নিরব রাতের আঁধারে
স্বপ্নঘোরে অস্পষ্ট সুরে বাজুক মন খারাপের গান
নামুক রাত জেঁকে বসুক হিমালয় এই শহরে,
ঝিঁঝিঁপোকার নিমন্ত্রণ চেপে থাক মস্তিকের গভীরে।