তুমি আছো পাশে,
সুপ্ত ভোরের মৃদু আলোয় বা মধ্য দুপুরে,
রাগ-অভিমান, অযথাই কারনে অকারনে।
সব শেষে মনের ভিতর
একটা কথাই বাজত কেবল-
তুমি আছো পাশে।


শেষ বিকেলের উদাস পথে,
শুকনো পাতার মড় মড় আওয়াজে,
ছায়াহীন কোন তপ্ত রোদের বাদে।
আমার লেখা গান অথবা
কবিতার সবটুকু পাতা জুড়ে।
একটা স্বস্তির বাণী প্রতিধ্বনিত হত-
তুমি আছো পাশে।


একাকী জেগে থাকা জোছনা রাতে,
বর্ষার মাতাল করা বৃষ্টির পরশেতে
তোমার স্পর্শ আর উপস্থিতি অনুভব করতাম।
ঝরা পাতার মত -
হৃদয়ের প্রতিটি ঝরে যাওয়া স্পন্দনই
বলে বলে যেতো-
তুমি আছো পাশে।


আজ আমি আছি তবে সেই ভোর
আর মধ্য দুপুর নেই।
আজ আমার চলার অনেক পথ
তবে, সেই বিকেলের পথটা নেই।
আজ আমার অস্তিত্ব আছে
তবে, সেই স্পন্দনে তোমার
পাশে থাকার কথা নেই।
আজ কেউ কারও পাশে নেই
কেবল সেই চেনা পথে,
ঘুড়ে বেড়ায় এক বাউন্ডুলে।