এই আমাকে ভুললে তুমি, তবে গোমড়া কেন মুখ।
সেই তোমাকে কাঁদতে দেখি, তবে কোথায় এত সুখ?
আমি বড্ড অভিমানী, জানো হার মেনে নেই কিসে?
তোমার এই মিষ্টি চাহনি টাই, হচ্ছে না আজও বিষে।


আমি না হয় হয়েছি বোকা, শাসন করতে হেসে ই।
কান টা ধরে হাঁটু গেড়ে বলতাম, স্যরি ভালোবেসে ই।
আমি বড্ড বেখেয়ালি, জানো খেয়াল থাকে কিসে?
তোমার ঠোঁটের ছোট্ট তিল-যে, আমার ঠোঁটে মিশে।


তোমার প্রেমের রসায়ন, যেন গোঁজামিল সমীকরণ।
বুঝিনি তবে ঠোটস্থ-আত্মস্থ, নিছক তোমারই স্মরণ।
আমি বড্ড জেদ পুষেছি বলেই, অশ্রু শুকিয়ে হাসি।
বারবার তাই ব্যাকস্পেসে মুছি, তোমায় ভালোবাসি।


আমি জানিনা প্রখরতা কতো, কতখানি আবেগ জমেছে।
চোখে চোখ পড়লে ই বুঝে যাই, ভালোবাসা কতো কমেছে।
আমি বড্ড চুপসে গেছি এ বেলা, চোখ গুলো ভীষণ ক্লান্ত।
কফিশপে খোজা হয়নি আজো, ভালোলাগার কোন প্রান্ত।


এবার না হয় গুটিয়েই গেলে, চুটিয়ে প্রেমের কাব্য যা।
নিশিতে বসে একা চাঁদ দেখো, আমায় দেখছো ভাববো তা।
আমি বড্ড বেখেয়ালি জানো, হয়তো কবিতা মুখর হব না।
উদাস হয়েও অজান্তে তাও, তোমার পথ চেয়ে রবো না।