হাত তো অনেক পেয়েছি। কিন্তু একটা বিশ্বত হাত...?
দেখছি মানুষের মন রাঙ্গনু অভিনয়
(হয়েছে) বাস্তবের তিত্ত্ব  অভিগতা।


"চাষির ছেলে আমি" হাল বাইতে জানি
বাঁধতে পারি যৌয়াল
...আমার শিখাও মাটির গন্ধ।


গাভিন ধানের গন্ধ , সবুজ ঘাস
কাঁঠাল বন
রাস্তার মুড়ে বড় বটগাছ
পাখিঁর ডাক শেয়ালের কাঁন্না
মুরগার বাং ভুরের আকাশ।


"চাষির ছেলে আমি" সব জানি
- হাত অনেক পেয়েছি,কিন্তু একটা বিশ্বত হাত ...!
দেখেছি মানুষের উপরের খুলশ খুলে
গিঁরগিটের মত রং বদলানু মুখ।