আমি কবরে যাই ;
কবরের ঘাস দেখি আমার বাবাকে দেখি না!
- হৃৎপিণ্ড ছুঁয়ে আসে হাহাকার চৈত্রের খাঁ খাঁ রৌদ্রে
আমি তৃষ্ণার্ত কাকের ন্যায় চেয়ে থাকি,
আমি দেখি সবুজ ঘাস
আমি দেখি শালিকের আকাশী রঙের ডিমের
খোলস।


আমি কবরে যাই;
একটি আকাশী গাছ'কে দাঁড়িয়ে থাকতে দেখি
তোমার কবরের পাশে,
তার শুকনো পাতা খসে পরতে দেখি তোমাকে দেখি না!
- বুকের বা'পাশে দিয়ে বয়ে যায় নীলসমুদ্র
চোখে ভারি বর্ষার সংকেত!
আমি কবরের দিকে তাকাই দেখি সবুজ ঘাস
সাপের খোলস পিঁপড়ার সুড়ঙ্গ।


আমি কবরে যাই ;
সুরা ফাতেহা পাঠ করি, দুরুদপাঠ করি
- নতুন পুরাতন কবর দেখি
কুরাআন থেকে কিছু তিলাওয়াত করি
"সাদা দাড়িওয়ালা মানুষ কবরের পাশ দিয়ে যায় "
তবুও আমি কবর দেখি সবুজ ঘাস দেখি কীটপতঙ্গ দেখি
বাবা কেবল তোমাকে দেখি না।
                             ২৯আষাঢ়১৪২৭বর্ষা