আমার জন্য অপেক্ষা করো না
হে বরমচাল!
চৈত্রেরমেলায়- আমি ফিরব,না আর।


আমার জন্য অপেক্ষা করো না
হে ফুটবল!
আমার সহপাঠী কালামিয়া বাজার
খেলার মাঠ,আমি ফিরব না আর।


আমার জন্য অপেক্ষা করো না
আমার ঘর!ঘরের খিকড়ি
আমার চোখটা ঘরের ইঁকড়ি
আমার চৌপায়া বেতের ছুফা
আমি ফিরব,না আর।


আমার জন্য অপেক্ষা করো না
হে উদাস দুপুর!
আমার প্রিয় পুকুর - বাঁশেরগাঁট,
আমি বর্শিতে মাছ তুলব না আর।  


আমার জন্য অপেক্ষা করো না
হে বরছড়া!
তোমার জলে আমি নিজেকে মেলে ধরব না  আর।


আমার জন্য অপেক্ষা করো না
হে সিগারেট
রেলইস্টেশনে পুড়ে ছাই হউ
বন্ধুদের আড্ডায়
আমি ফিরব, না আর।


আমার জন্য অপেক্ষা করো না
হে বন্ধু
আমরা তিনজন
এক সাথে সিলেট মুখি হব না আর।
আমার জন্য অপেক্ষা করো না
হে টিকেট কাউন্টার
তিনটা টিকেট একসাথে ক্রয় করব না আর।


মুন্নার চশমা জুইর মুঠোফোন বার্তা
রায়হানের মুখ ভর্তি দাড়ি গোঁফ,
মিলির হাসি মাখা মুখ
আমার কবিতার দু'টি চোখ
এসব দেখে কবিতা লিখবে না আর
তোমরা অপেক্ষা করো না
আমার নতুন একটি কবিতার ।


আমি ফিরব,না আর।


হে বরমচাল
তুমি আমার কবর হও
আমি চিরনিদ্রায় সহিত হব তোমার বুকে
আমার জন্য অপেক্ষা করো হে বরমচাল।