তুমি শুধু কাছে থেকে দেখে নিও,
পাহাড় এবং সমুদ্রের ভালোবাসা!
পাহাড় কী করে
"মেঘের শাড়ী বৃষ্টি নিয়ে" সমুদ্রের কাছে যায়-
সূর্যের লাল টিপ পড়িয়ে দিতে।
তুমি আরো দেখে নিও,সমুদ্রও কী করে,
পাহাড়ের দেয়া শাড়ী পড়ে
সূর্যের লাল টিপ কপালে দিয়ে,
আকাশকে বলে-সখী দেখ "তো" এই সবুজের রূপবান
বিশ বাইশ বছরের যুবক পাত্র পাহাড়ের সাথে-
আমি সতেরো বছরের যুবতী সমুদ্রকে
কেমন মানিয়েছে ।